বিভিন্ন দাবী দাওয়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ইনজামুল হক। সভাপতি হিসেবে দায়িত্ব শেষ হওয়ার চারদিন আগে তার এ পদত্যাগ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিভাগের শিক্ষার্থী-শিক্ষার্থীরা।
গত শনিবার পদত্যাগের পর একাধিক গণমাধ্যমকে ইনজামুল হক বলেন, শিক্ষার্থীরা একাধিক বার তার মৌখিক পদত্যাগ দাবি করেছেন। আমার বিরুদ্ধে শিক্ষার্থীরা ক্ষোভের জায়গা থেকে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী মনোভাব, প্রহসণমূলক কর্মকাণ্ড, বিভাগের উন্নয়নে কোনো কাজ না করা, ডকুমেন্ট ছাড়া রিজাইন নিয়ে নাটকবাজি এবং দুর্নীতির কথাও বলেছেন। পাশাপাশি আন্দোলনের সকল ব্যাচের সমন্বয়ক সরাসরি কিংবা পরোক্ষভাবে একাধিকবার তার পদত্যাগ চেয়েছেন। শিক্ষার্থীদের মতবিনিময় সভায় উদ্দেশ্যই ছিল তাকে পদত্যাগ করানো। এটা হয়ত কেউ তাদেরকে দিয়ে করিয়েছে।
নিজ শিক্ষক ইনজামুল হকের এসব কথা ও প্রচারিত বিভিন্ন নিউজকে অসত্য দাবী করে বুধবার প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিভাগের উদ্ভুত সমস্যা সমাধানে আমরা ৯ দফা দাবী করি এবং দাবী বাস্তবায়নে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেই। শিক্ষকরা শিক্ষার্থীদের দাবী সমূহ নিদিষ্ট সময় পেরুনোর আগেই মেনে নেন। তবে হুবহু না মানলেও শিক্ষকরা যা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। কিন্তু এসব দাবী সমূহ মেনে সাথে সাথেই বিভাগের সভাপতি ইনজামুল হক ওখানেই ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগের কথা জানায়। এতে উপস্থিত শিক্ষার্থীরা তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান।
এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের এই আন্দোলনে বিভাগের অন্য শিক্ষক উষ্কে দিয়েছেন এমন দাবী সম্পূর্ন মিথ্যা। আমরা কারো দ্বারা প্ররোচিত নই। এ আন্দোলন আমাদের একান্তই নিজেদের অধিকার আদায়ের আন্দোলন ছিল। কিন্তু আমাদের সভাপতি স্যার আমাদের অনুরোধ উপেক্ষা করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আমাদের মনে হয়, আমাদের বিভাগের শিক্ষকরা আমাদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছেন।