বিমানের ভেতর এক পাইলটকে বেধড়ক পিটিয়েছেন এক যাত্রী।ভারতের একটি বিমানবন্দরে এমন তুলকালাম কাণ্ড ঘটেছে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ভারতের ইন্ডিগো বিমানে ঘটেছে। বিমানটি দিল্লি থেকে গোয়ায় যাচ্ছিল। তবে ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ে বিমানটি উড্ডয়ন করতে পারেনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী,ইন্ডিগো বিমানের ফ্লাইটি উড্ডয়নের জন্য প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয় তিনি যথাসময়ে আসতে পারেননি। এ জন্য তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলটের সব প্রস্তুতি শেষে বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে-এমন ঘোষণা দিলে সঙ্গে সঙ্গেই বিমানের পেছনের সারিতে হলুদ হুডি পরে বসে থাকা এক যাত্রী দৌঁড়ে এসে মারধর করেন। ঘটনার পরপরই ওই যাত্রীকে বিমান থেকে বের করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।জানা গেছে তার বিরুদ্ধে অফিসিয়াল ভাবে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।