ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘সালার’ সিনেমার ঝড় এখনও চলছে।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরে থাকেন শ্রুতি।৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে দিল্লির ডুডল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন শ্রুতি-শান্তনু। কিছুদিন আগে সংবাদ প্রকাশিত হয়, লুকিয়ে বিয়ের পিঁড়িতেও বসেছেন তারা। যদিও বিষয়টি নিয়ে তখন বেজায় চটেছিলেন শ্রুতি।
তবে এবার দেখা গেলো নতুন বছর বাবা এবং প্রেমিকের সঙ্গে উদযাপন করছে শ্রুতি। প্রেমিক শান্তনুর হাতে হাত রেখে বাবা কমল হাসানের বাড়িতে বর্ষবরণের উদযাপন করেন তিনি। শুধু তার বাবাই নন, পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এরপর থেকেই আবারও জল্পনা-কল্পনা শুরু হয়েছে, পরিবারের সবাই কি তাহলে শ্রুতি-শান্তনুর বিয়ের কথা পাকা করতেই এক হয়েছিলেন! আবার অনেকেই মনে করছেন,সেই লক্ষ্যেই একসঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি মুখে কুলুপ এঁটে আছেন শ্রুতি।