ক’দিন আগেই বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বর আবু সাইয়িদ রানা।বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই তারা ছুটলেন হানিমুনে।
এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, বিয়ের দিন রাতেই আমরা কক্সবাজার চলে আসি। যদিও এটা আনঅফিসিয়াল হানিমুন। অফিসিয়ালভাবে পাহাড়ে হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে। যদিও তারিখ ঠিক করতে পারিনি কবে নাগাদ যাব। তবে শিগগিরই পরিকল্পনা করে যাব। কক্সবাজার থেকে ফিরেই ১৬ তারিখ শুটিংয়ে অংশ নেব।
এর আগে বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘রানার সঙ্গে আগে থেকেই পরিচয়, এরপর ভালো লাগা ও ভালোবাসা। তার সঙ্গে চলার পর মনে হয়েছে, নির্ভরতার জায়গা পেয়েছি।এমন একজনকে নিয়ে একটা জীবন পাড়ি দেওয়ার চ্যালেঞ্জটা নেওয়া যায়। আশা করছি, আমাদের জীবনটা আরো পরিপূর্ণ হবে।