এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জের চরমান্দারি গ্রামের তরফদার বাড়িতে। বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে বিষক্রিয়ায় নারী ও শিশুসহ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি।
গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে তাদের মধ্যে ২৫ জনকে ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তারমধ্যে ছিলেন ৯ জন শিশু, ১১ জন নারী ও ৫ জন পুরুষ। এছাড়া আরোও কিছু মানুষ চিকিৎসা নিচ্ছেন ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে ।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে।
এরপরও খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব হলে নিশ্চিত কারণটি জানা যাবে।’