জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার। গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচসহ নানান ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সংসদের বিরোধীদলীয় নেতা।
বিরোধীদলীয় নেতা সরকারি একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারি একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন এমএলএসএস ও একজন বাবুর্চি পাবেন।
এ ছাড়া নিরাপত্তার জন্য তাকে ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক ও ছয়জন কনস্টেবলসহ মোট আটজন হাউস গার্ড দেওয়া হয়। এর বাইরে বিশেষ শাখা (এসবি) থেকে দুজন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা।
মন্ত্রীদের মতো বিরোধী দলীয় নেতাও সরকারি বাসা পেয়ে থাকেন। সেই বাসার যাবতীয় খরচ সরকারিভাবে বহন করা হয়। দেশের ভেতরে আকশ পথ, ট্রেন ও লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা বিশেষ সুবিধা পান। প্লেনে ভ্রমণের জন্য তিনি বাৎসরিক ৮ লাখ টাকা পেয়ে থাকেন।