টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ওই আসরের জন্য এখনই ৮-১০ জন প্লেয়ার চূড়ান্ত করে ফেলেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমকে।
তারা কোনোভাবেই শিরোপা হাতছাড়া করতে চায় না।
ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষতটা এখনও শুকায়নি ভারতের।
স্বপ্নের মঞ্চ ভিন্ন হলেও লক্ষ্যটা সাফ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। এই যাত্রায় রোহিতের সাথে থাকবেন কারা,বা কি হবে এবারের বিশ্বকাপের রেখাচিত্র?
স্পষ্ট করে কারও নাম না বললেও আট থেকে দশজন খেলোয়াড়ের ওপর পূর্ণ আস্থা রাখতে চান রোহিত।
রোহিত বলেন, ” আমরা ১৫ সদস্যের স্কোয়াড এখনও চূড়ান্ত করিনি। তবে আমাদের পরিকল্পনায় আট বা দশজন খেলোয়াড় আছে। তাই কন্ডিশন অনুযায়ী কম্বিনেশন তৈরি করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আমাদের মেনে নিতে হবে। সেই অনুযায়ী আমরা দল নির্বাচন করব। “