দীর্ঘ ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত, তাও আবার ঘরের মাঠে। আগামীকাল ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে আসর। যেখানে থাকবেন দুই দেশের প্রধনামন্ত্রী -নরেন্দ্র মোদি ও অ্যান্টনি আলবানিজের। কিন্তু সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ পাননি দেশটির ক্রিকেটের মহারাজা খ্যাত প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
এই ঘটনায় কলকাতার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘সৌরভ গাঙ্গুলি আমন্ত্রিত নন, অবিশ্বাস্য। কিন্তু সত্যি হচ্ছে তিনি ভারতের সবচেয়ে সফল অধিনায়কদের একজন এবং এক বছর আগেও তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। অথচ তাকে এখনও ফাইনালের আমন্ত্রণ পাঠানো হয়নি। আজ সকালে আইসিসির সভায় অংশ নিতে তিনি আহমেদাবাদে গিয়েছেন। বিসিসিআইয়ের আমন্ত্রণ না পেলেও আইসিসি ও স্টার স্পোর্টস চ্যানেলের আমন্ত্রণে ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে গাঙ্গুলির।’
এই মুহূর্তে আমেদাবাদেই রয়েছেন সৌরভ। আইসিসির এক বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, আইসিসির টেকনিক্যাল কমিটির সদস্যও তিনি। শেষমেশ যদি আমন্ত্রণ না পান তাহলে সম্ভবত রবিবার সকালের বিমান ধরে কলকাতায় ফিরে আসবেন তিনি। তা খুবই বিস্ময়কর এবং বিতর্কিত ঘটনা হয়ে উঠবে। একে তো তাঁর দাদা সিএবির প্রধান, তার উপর বোর্ডের সঙ্গে তাঁর যথেষ্ট সদ্ভাব রয়েছে।