ম্যাচের আগে দুপুর সাড়ে ১২টায় ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে এয়ার শো’র আয়োজন করা হয়। এ নিয়ে গত দুই দিন ধরেই মহড়া দিয়েছে বিমান বাহিনী। নয়টি যুদ্ধবিমান নানা রঙে রাঙ্গিয়েছে আকাশ।
এদিন ৯০ দশকের বিশ্বকাপজয়ী পাকিস্তানের অধিনায়ক ইমরান খান ছাড়া মাঠে উপস্থিত থাকবে অতীতের বিশ্বকাপ জয়ী দলের সব অধিনায়করা। বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে অধিনায়কদের।
ম্যাচের প্রথম ইনিংসের পর বিরতির সময় হবে গাইবেন আদিত্য গাদবির। রয়েছে প্রীতম চক্রবর্তী, জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশ সিং এবং তুষার জোশির পারফরম্যান্স। ১০ মিনিট পারফর্ম করবেন তারা।
দ্বিতীয় ইনিংসের পানি পানের বিরতির সময় হবে লেজার ও লাইট শো দেখানো হবে। ম্যাচ শেষে দেখানো হবে ড্রোন শো। যেখানে ১২০০ ড্রোন চ্যাম্পিয়নদের সম্মান জানাবে।
তবে এতসব আয়োজনের মাঝে কার মাথায় উঠবে সোনালী ট্রফি সেটিই এখন দেখা অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।