বর্তমানে ক্রিকেট মাঠে নেই সাকিব। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে দাড়িয়েছেন। এই মুহূর্তে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরইমাঝে এবার সাকিব আল হাসান জানিয়েছেন, বিশ্বকাপে নিজের ব্যাটিং ব্যর্থতার কারণ। লম্বা সময় পর অবশ্য এমন ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের মুখোমুখি হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে তিনি জানান, বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই সাকিব চোখের সমস্যায় ভুগেছে। মূলত স্ট্রেস থেকেই এমন সমস্যার উৎপত্তি বলে দাবি তার।
সাকিব বলেন, যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্নিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এ-ও বলা হয়েছিল, মানসিক চাপ কমাতে। আমি জানি না, এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কি না। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপ-ও নেই।