বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় উদ্যাপন করায় সন্ত্রাস দমন আইনে বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলেছে, ম্যাচের পর ‘ভারতবিরোধী স্লোগান দেওয়া এবং যাঁরা তাঁদের সঙ্গে সম্মত হননি তাঁদের ভয় দেখানোর’অভিযোগেনসেই ছাত্রদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই সাত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আরেক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে। অভিযোগকারী শিক্ষার্থী কাশ্মীরের বাইরে থেকে সেখানে পড়তে গেছেন বলে জানাচ্ছে পুলিশ।
সাত ছাত্রকে গ্রেপ্তারের ব্যাখ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পুলিশ জানিয়েছে, নিজেদের পছন্দের দলকে সমর্থনের দায়ে নয়, বরং ‘ভারতের পক্ষে বা পাকিস্তানবিরোধী মনোভাবের কাউকে ভয়ভীতি প্রদর্শনের’ কারণেই এই গ্রেপ্তার।
অবশ্য ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতবিরোধীতার ছাপ পড়ে ক্রিকেটেও। অনেক সময়ই ভারতের প্রতিপক্ষ যে দলই থাকুক না কেন, তাদেরই সমর্থন দেয় কাশ্মীরের অনেক মানুষ। ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের পর শ্রীনগরে আতশবাজি পোড়ানো হয়েছে।