বিশ্বকাপ খেলতে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়েই ভারতে গিয়েছিলেন হেড। ফাইনালের গ্যালারিতেও ছিলেন হেডের স্ত্রী। বিশ্বকাপ ট্রফি নিয়ে স্ত্রীর সঙ্গে ছবিও তুলেছেন তিনি।
এই হেডের কাছেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারতে হয়েছিল ভারতকে। এবারের বিশ্বকাপেও ভারতের হারের মূল নায়ক হেড।
হেড বার বার স্বপ্নভঙ্গ করছেন রোহিত-কোহলিদের। এজন্যই হেডের ওপর চটেছেন কয়েকজন ভারতীয় ক্রিকেটপ্রেমী। ভারতের হৃদয় ভেঙে দেওয়া সেই হেডের পরিবারকে দিয়েছেন ধর্ষণের হুমকি । রোববার বিশ্বকাপ ফাইনালের পর সোশ্যাল মিডিয়ায় সরাসরি হেডকে হুমকি দেওয়া হয়। অস্ট্রেলীয় ওপেনারের স্ত্রী এমনকি এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।