ফিলিস্তিনের স্বাধীনতা ও হামলা বন্ধের দাবিতে বিশ্বকাপের ফাইনালের মাঠে ঢুকে পড়েন এই দর্শক। তার মুখে ছিল ফিলিস্তিনের পকাতার তৈরি মাস্ক। গায়ে ছিল সাদা রঙের টি-শার্ট। স্বাধীনতার দাবিতে সেটার পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টান’। আর সামনে লেখা ছিল যুদ্ধ ও হামলা বন্ধের আহ্বান। ইনিংসের ১৪তম ওভারে ঘটে ঘটনাটি। অ্যাডাম জাম্পার করা ১৪তম ওভারে তৃতীয় বলটির পর মাঠে প্রবেশ করেন এই সমর্থক। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ ছিল খেলা। যদিও সম্প্রচার ক্যামেরায় খুব বেশি দেখানো হয়নি এই দৃশ্য।
অনুপ্রবেশকারী অবশ্য বিরাট কোহলির ভক্ত। তবে শক্তিশালী নিরাপত্তা বলয় ভেঙে তার মাঠে প্রবেশ ফাইনালের মতো আসরের যথাযথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেছে। নিরাপত্তা ভাঙায় তাকে পুলিশি হেফাযতে নেওয়া হয়েছে।
যদিও এই ফাইনালকে ঘিরে নিরাপত্তা বাড়িয়েছিলো আহমেদাবাদ রাজ্য পুলিশ। জানা গেছে, স্টেডিয়ামের মধ্যে দায়িত্ব পালন করছেন তিন হাজারের ওপর পুলিশ সদস্য। এর পরেও ঘটে গেল এমন ঘটনা।