রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন বলেন, ❝বিশ্ববিদ্যালয়ের প্রধান সংস্কার উপাচার্য পদ থেকেই শুরু করতে হবে। আর তা কোনো নির্বাচনের মাধ্যমে নয় । আমি বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন চাইনা। বিশ্ববিদ্যালয়ে যত পাপ হয় তার এক নাম্বার পাপ বা গোড়া হলো ইলেকশন (নির্বাচন)। আমি চাই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শুধু একজন না থেকে ৩/৫ জনের একটা উপাচার্য প্যানেল থাকবে যারা সর্বসম্মতিক্রমে সকল সিদ্ধান্ত নিবে। তাদের মেয়াদ সর্বোচ্চ ৬ মাস থেকে ১ বছর। ❞
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফোকলোর গ্যালারি কক্ষে বাজার বন্দুক বুরোক্রেসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নিউটন বলেন, উপাচার্য প্যানেল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র অধ্যাপকদের নিয়ে গঠন করা হবে। এই প্যানেলের মেয়াদ থাকবে ৬ মাস সর্বোচ্চ ১ বছর। তারা যদি বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত নিতে ব্যার্থ হয় তাহলে আমরা দেখবো না কার কারণে ব্যর্থ হয়েছে । আমাদের সম্পূর্ণ প্যানেলকেই বাদ দিয়ে নতুন প্যানেল গড়তে হবে। এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর অটোমেটিক নতুন ৫জন নিয়ে প্যানেল গঠিত হব যেখানে কোনো রাজনীতি থাকবেনা।
শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের যে পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের পদত্যাগ করাতে হবে না। যদি প্রতিটি লেকচার সারা বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হয় তাহলে অই শিক্ষক যতই দুর্বল লেকচার দেক না কেন সে তার সর্বোচ্চ চেষ্টা করবে ভালোভাবে ক্লাস নেওয়ার জন্য কারণ এটা তার পরিবার থেকে শুরু করে সবাই দেখবে সে কেমন লেকচার দেয়। আর যদি সে না পারে তাহলে সেই শিক্ষক নিজ থেকে আত্মসম্মান নিয়ে পদত্যাগ করে চলে যাবে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, দেশ সংস্কার না করে কোনো রাকসু, ডাকসু হবে না।এমনকি আমি এসবের ঘোর বিরুধী। আমি চাই প্রতিটি হল,ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা প্রতিনিধি পাঠাবে আবার শিক্ষার্থীরাই তাদের নামাবে। কোনো নির্বাচন সেখানে প্রয়োজন নেই। আর তা ধারাবাহিক ভাবে চলবে।