স্ত্রীর স্বীকৃতির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে কলেজ পড়ুয়া এক তরুণী।
তরুণীর দাবী,প্রায় ৩ বছর আগে পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওই তরুণীর সঙ্গে একই কলেজের অনার্স পড়ুয়া রাব্বির প্রেম হয়। গত বছর তারা নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বেশ কিছুদিন রাত্রি যাপন করেন। পরে রাব্বি বিয়ের বিষয়টি অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। কোন উপায় না পেয়ে মঙ্গলবার সকাল থেকে ওই তরুণী বিষের বোতল হাতে নিয়ে রাব্বির বাড়িতে অবস্থান নিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন সে।
বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভিড় জমায় উৎসুক জনতা। এ ঘটনার পর থেকে রাব্বিকে খুঁজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন।
কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।