অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছেন তিনি। শুধু তাই নয়, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিশেষ সাক্ষাৎ করতে বিসিবিতে উপস্থিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
অবসর ভেঙে তামিম ফিরলেও দীর্ঘ প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। তার ফেরা নিয়ে প্রতিনিয়তই নানা গুঞ্জন ছড়াচ্ছে। কখনও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিমের বসার কথা ভাসে বাতাসে, কখনও পাপন বলেন তামিমের বিষয়টি দেখছে ক্রিকেট পরিচালনা বিভাগ। সবমিলিয়ে ধোঁয়াশা কাটছেই না। এবার নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া আসিফ মাহমুদ জট খুলতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
সোমবার বেলা ১২টা ২০ মিনিটে তামিম মিরপুরে আসেন। উদ্দেশ্য ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ। হয়তো দু’জনের সাক্ষাতেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। তামিম বিসিবিতে প্রবেশের পর দুপুর ১টা ১০ মিনিটে এসে পৌঁছান ক্রীড়া উপদেষ্টা। আজ সোমবার সকালে রাজধানী ঢাকার অদূরে সাভারের জিরানিতে অবস্থিত বিকেএসপি পরিদর্শন করেন আসিফ মাহমুদ। সেখান থেকে ফেরার পথে বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টা মহোদয়ের এই সৌজন্য সাক্ষাৎ।
রবিবার সচিবালয়ে বিসিবি কার্যক্রম নিয়ে কথা বলেছেন তিনি। তখন জানিয়েছিলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। এ ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটাদের সঙ্গে- এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’
গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’