বাংলাদেশের ক্রিকেটে প্রায় সব সিদ্ধান্তই আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নাজমুল হাসান পাপনের কাছ থেকে। কিন্তু বিশ্বকাপের সময় থেকেই নীরব তিনি।। ১১ বছরের কিছুটা বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হিসেবে রয়েছেন। তবে এবার ইতি টানার ইঙ্গিত দিলেন তিনি।
সোমবার (২৭ নভেম্বর) নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম বের হলে গণমাধ্যমের সামনে কথা বলেন পাপন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে, এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’ ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, আমি নেবো। ’