বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ভর্তি কার্যক্রম এবছরের জন্য সমাপ্ত হয়েছে। আজ (বুধবার) মেধাক্রম ৬৪১ হতে ১২৪৪ পর্যন্ত ভর্তি-ইচ্ছুকরা ভর্তি হওয়ার সুযোগ পান।
সকাল হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাযথ কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে ভর্তি হন।
ইতিপূর্বে, গত বুধবার (১৬ এপ্রিল) প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে মেধাতালিকার শীর্ষ ৬৪০ জনের মধ্যে ৩০৭ জন শিক্ষার্থী ভর্তি হন। পরবর্তীতে ১৪ জন শিক্ষার্থী তাদের ভর্তি ক্যান্সেল করলে আরো কিছু সিট ফাঁকা হয়। ফলে নির্দিষ্ট আসন শূন্য থাকা সাপেক্ষে ৩০ এপ্রিল দ্বিতীয় ধাপের ভর্তির তারিখ নির্ধারিত হয়। সকাল ৮টা থেকে মেধাক্রম ৬৪১ থেকে ৯৬৩ পর্যন্ত শিক্ষার্থীদের এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে মেধাক্রম ৯৬৪ থেকে ১২৪৪ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন আজকের ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছি। বাকি আসনের কার্যক্রমও আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে।