রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার(১৬জুলাই) রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত (রাবি) সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হল ত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গণসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় রাবি সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে, শিক্ষার্থীদের বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়