তুমুল বর্ষণ আর রেল নেটওয়ার্কে নাশকতাকে উপেক্ষা করেই অলিম্পিক গেইমস-২০২৪ এর পর্দা উঠলো ফ্রান্সের রাজধানী প্যারিসে।
শুক্রবার (২৬ জুলাই) রাতে সহস্রাধিক ক্রীড়াবিদের সমবেত কুচকাওয়াজসহ বিশ্ববরেণ্য তারকাদের লাইভ পারফর্ম্যান্সের মধ্য দিয়ে প্যারিসের সিন নদীতে জমকালোভাবে অনুষ্ঠিত হলো এ আয়োজন। এতে করে বিশ্ববাসী প্রথমবারের মতো উপভোগ করলেন স্টেডিয়ামের পরিবর্তে নদীতে কোনো ‘দ্য গ্রেইটেস্ট শো অন আর্থ’-এর উদ্বোধনী আয়োজন।
ফ্রান্সের জুডো গ্রেট টেডি রাইনার ও স্প্রিন্টার ম্যারি-হোসে পেরেকের মশাল প্রজ্বলনের মাধ্যমে শুরু হওয়া এ বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন বিশ্বের ৬ হাজার ৮০০ জন অ্যাথলেট। কুচকাওয়াজের পূর্বে তাঁরা জলযানে চড়ে অস্টারলিৎজ সেতু থেকে ফরাসি পতাকার লাল, নীল ও সাদা— ত্রিবর্ণের আতশবাজির নান্দনিক দৃশ্য উপভোগ করেন। পরে অনুষ্ঠানে মঞ্চ মাতান জনপ্রিয় মার্কিন গায়িকা লেডি গাগা এবং কানাডিয়ান সেলিব্রেটি সেলিন ডিওনসহ অন্যান্য তারকারা।
তবে তার আগে দেশজুড়ে একযোগে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলার মধ্য দিয়ে দেখা দেয় দারুণ নিরাপত্তা শঙ্কা। হঠাৎ নাশকতার ঘটনায় দেশটির প্রশাসনিক কর্মকর্তারা সড়কে সড়কে ব্যারিকেড দিয়ে মেট্রোস্টেশনগুলো বন্ধ করে মোতায়েন করেন সহস্রাধিক নিরাপত্তা বাহিনীর সদস্যকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার তুমুল বৃষ্টি বাগড়া দিলেও পরে রেইনকোট আর ছাতাকে সঙ্গী করেই সূচি কিছুটা পাল্টে অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করেন আয়োজকরা।