কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে সারাদেশে ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ রাখার পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে আন্তঃনগর ছাড়া স্বল্প পরিসরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৩০ জুলাই) রেল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়া এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত মোতাবেক, ১ আগস্ট থেকে সীমিত পরিসরে সারাদেশে কমিউটার ও লোকাল ট্রেনগুলো আগের সময়সূচিতেই চলাচল করবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। পরে আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৮ জুলাই থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।