বিগত সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গান গাওয়ার সুযোগ পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজনৈতিক কারণে তার গান এসব মাধ্যমেও প্রচারিত হয়নি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সম্প্রতি এই রাষ্ট্রীয় গণমাধ্যম দুটি থেকে আসিফ আকবরকে গান গাওয়ার জন্য যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয়। তবে, আসিফ আকবর তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ফেসবুকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আসিফ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে আসিফ লেখেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে তাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বেশ কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে ছিলেন, যারা বিগত ষোলো বছর আমার গান বাজাতে চেয়েছিলেন, কিন্তু তা করতে পারেননি। এখন তারা পারেন। বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি, যেখানে আমাকে নিয়ে নতুন করে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাকেও আমি বিনয়ের সঙ্গে “না” করে দিয়েছি। বিটিভিতে আমার গান চলেছে, কিন্তু নাম বদলে দেওয়া হয়েছে। চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ) আমি দীর্ঘসময় বঞ্চিত ছিলাম। এখন আমি মধ্যবয়সী। বেসরকারি টিভি চ্যানেলে মাঝে মধ্যে গাওয়ার অভ্যাস থেকে আমি বেরিয়ে এসেছি। এসব নিয়ে আমি আর কষ্ট পাই না।’
আসিফ আরও লিখেছেন, ‘মাথাভরা চুল নেই, সাদাও হয়ে গেছে, চোখের দৃষ্টিও কিছুটা ঝাপসা হয়েছে। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ, আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর কিছু বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে এবং তাদের সামনে গাইবার ইচ্ছা আমার আছে। তবে বেতার-বিটিভিতে আমার জায়গায় অন্য কেউ সুযোগ পাবে, সেখানেই তারা আনন্দ খুঁজে পাবেন।’
‘ও প্রিয়া তুমি কোথায়’ গেয়ে দশকের দশকে লাখো সংগীতপ্রেমীর হৃদয় জয় করা আসিফ আকবর পরবর্তীতে বেশ কিছু জনপ্রিয় গান এবং অ্যালবাম প্রকাশ করেন। বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে গত ১৬ বছর তার ক্যারিয়ার স্থবির হয়ে পড়েছিল, তবে তিনি আশাবাদী যে একদিন আবারও মানুষ তার কণ্ঠ শুনতে পাবে।
আসিফ আকবর একা নন, রাজনৈতিকভাবে বিএনপির সাথে সম্পৃক্ততার কারণে অনেক শিল্পী রাষ্ট্রীয় গণমাধ্যমের কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর, রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো রাজনৈতিকভাবে বঞ্চিত শিল্পীদের পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং গান পরিবেশনের জন্য তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।