জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়েছে। আহত ঐ শিক্ষার্থীর নাম আমির ফয়সাল। তিনি ইতিহাস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বরে ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে সন্ধ্যায় হাঁটার সময় হঠাৎ সজোরে পিছন থেকে ফয়সালের কোমরে একটি রিকশা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সময় রিকশা চালক কানে হেড ফোন দিয়ে গান শুনছিলেন । ধাক্কা খাওয়ার পর ঐ শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। পরে আশেপাশের মানুষজন আহত ঐ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং পরে সেখান থেকে এম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সাভার ক্রাউন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা রিকশা চালককে মাদকাসক্ত বলে ধারণা করেন।
এ ঘটনায় আহত আমির ফয়সাল বলেন, “রিকশার ধাক্কা খাওয়ার পর আমি মাটিতে পড়ে যায়। পরে আশেপাশের মানুষজন আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে শুনি রিকশাচালক মাদকাসক্ত ছিল। বিশ্ববিদ্যালয়ে রিকশা চলাচলের অনুমতি দেওয়ার আগে মাদকাসক্ত কিনা যাচাই করা উচিত। আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ থাকুক সেটাই চাই আমি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীনের বলেন, “ঐ রিকশার মালিক আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ৪৫তম ব্যাচের এক ছাত্রী। তিনি সশরীরে উপস্থিত হয়ে আহত ঐ শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।”
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ঐ রিকশার মালিক বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী । তিনি জানান, “ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনায় আমি সত্যিই লজ্জিত। ঐ রিকশা চালক আসলে অসচেতন ভাবে রিকশা চালিয়েছিল। তাকে আর আমি আমার রিকশা চালাতে দিব না। রিকশায় আহত ঐ ছোট ভাইয়ের সাথে কথা বলে বিষয়টি মিটমাট করেছি।”
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়