বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের ঘরে নতুন অতিথি আসছে খুব শিগগিরই। সেপ্টেম্বরেই তারা প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় আছেন। সেই আনন্দের মুহূর্তটি প্রকাশ্যে এনে তাদের বেবিবাম্পের ছবি প্রকাশ করেছেন দীপিকা।
সোমবার সন্ধ্যায় দীপিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে তার পাশে দেখা গেছে স্বামী রণবীর সিংকে। তারা একাধিক পোজে ফটোশুট করেছেন, যেখানে রণবীর দীপিকাকে সোহাগে-আদরে ভরিয়ে তুলছেন এবং দু’জনেই হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। কিছু ছবিতে দীপিকা একা থাকলেও, তার পরনে ছিল বিভিন্ন পোশাক, আর রণবীরের পরনে ছিল টি-শার্ট।
ছবিগুলি প্রকাশিত হবার পর থেকেই ভক্তরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। বলিউডের অন্যান্য তারকারা, যেমন মালাইকা আরোরা ও বিপাশা বসু, দীপিকার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দেবেন চলতি মাসের ২৮ তারিখে দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। যদিও প্রথমে শোনা গিয়েছিল, দীপিকা ও রণবীর লন্ডনে সন্তানের জন্ম দেবেন, বর্তমানে তারা ভারতের মাটিতেই নতুন অতিথির আগমন উদযাপন করবেন।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে, যেখানে তিনি একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন। দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ দীপাবলিতে মুক্তি পাবে।