রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত সরকারি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে মোট ২৬৭৯ জনের মধ্যে
২৫৬৭ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। অর্থাৎ মোট উপস্থিতির সংখ্যা ছিল ৯৫.৮১%।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন পরীক্ষার্থীরা। পরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশেই ভর্তি পরীক্ষা শেষ হয় বলে জানান শিক্ষার্থী ও অভিভাবকেরা। এর আগে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে প্রতিবারের মতো গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।
পরীক্ষা চলার সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট উপস্থিতি প্রায় ৯৫-৯৬%।
উপাচার্য বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। ফলে কমে এসেছে ভোগান্তির মাত্রা। এরই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আমরা সম্ভাব্য সকল কার্যক্রম সম্পন্ন করেছি।
প্রসঙ্গত, এবারের গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দেশের নানা অঞ্চলে ২০টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) ও ৯ মে বেলা ১১টা-১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।