রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দিনব্যাপী আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিপক্ষে পরিসংখ্যান বিভাগ জয়লাভ করে।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি বিভাগ অংশগ্রহণ করছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. আল হেলাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকা, , বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ আয়োজন সম্পর্কে উদ্বোধনী ম্যাচ দেখতে আসা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, সার্বিকভাবে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। সারা বছর যদি প্রশাসনের উদ্যোগে এরকম বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার দিকেও বিশেষ দৃষ্টি রাখতে পারবেন।
আকবর আলী রাতুল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়