রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ। নতুন কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আহসানুল আলম শান্ত।
বুধবার (৩১জানুয়ারি) বেরোবিতে টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটির সভাপতি ইলেক্ট্রিকাল ও ইলেক্ট্রনিক বিভাগের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ম্যনেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের মোঃ আহসানুল আলম শান্ত।
নব-নির্বাচিত সভাপতি আতিকুর রহমান বলেন, টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি হল এমন একটি গণসংগঠন যা ছাত্র-ছাত্রীদের সমাজে উন্নয়নে এবং তাদের শিক্ষা জীবন উন্নয়নের কাজ করে থাকে। একজন নতুন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসেবে আমাদের সমিতির কাজের উদ্দেশ্য পূরণে, সকল শিক্ষার্থীর পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি, টাঙ্গাইল জেলা হতে আসা শিক্ষার্থীদের পড়াশোনা, মেধা বিকাশে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমিও এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবো বলে আশাবাদী।
সাধারণ সম্পাদক আহসানুল আলম শান্ত বলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কে। আমরা টাঙ্গাইল থেকে শত মাইল পাড়ি দিয়ে যারা বেরোবিতে অধ্যয়নরত আছি, সবাই একসাথে মিলেমিশে নতুনভাবে ৭৫ একরের এই ক্যাম্পাসে একেঅপরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করে সামনের দিকে ধাবিত হতে পারি। সেই লক্ষ্যকেই সামনে রেখে একে-অপরের যেকোনো সমস্যায় যেন পাশে থাকতে পারি।
দপ্তর সম্পাদক আশিক বলেন, আমি এই সংগঠনটিকে আঞ্চলিক সংগঠন হিসেবে দেখি। আঞ্চলিক সংগঠন মেলবন্ধনের একটি প্রতীক। আঞ্চলিক সংস্কৃতিকে সমৃদ্ধ এবং পারস্পরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সংগঠন বিশেষ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে একত্রিত এবং দলবদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করা।
টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি, ঠাকুরগাঁও জেলা হতে আসা শিক্ষার্থীদের পড়াশোনা, মেধা বিকাশে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমিও এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবো বলে আশাবাদী।
উল্লেখ্য টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি, টাঙ্গাইল জেলা হতে আগত শিক্ষার্থীদের পড়াশোনা, মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আকবর আলী রাতুল,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।