রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৩টি কেন্দ্রে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৯,০২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন মোট ৩২৬০ জন ভর্তীচ্ছু। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।
এ ছাড়াও আশপাশের তিনটি কেন্দ্রে (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্যা মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ) আরও ৫৭৬৮ জন ভর্তীচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
সরেজমিনে বেরোবি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় সুষ্ঠু পরিবেশে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা তাদের নিজ নিজ আসন খুঁজতে একাডেমিক ভবনগুলোতে ঘুরছেন। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের আসন খুঁজতে সহায়তা করতে দেখা যায়।
ভর্তীচ্ছু এক শিক্ষার্থীর অভিভাবকের কাছে ভর্তি পরীক্ষায় তার সন্তানের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে বলেন, আমার মেয়ে ভালো পরীক্ষা দিবে, কারণ আমি জানি আমার মেয়ে কেমন পরিশ্রম করেছে। আমার প্রত্যাশা আমার মেয়ে ইন শা আল্লাহ ভালো করবে।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী পরীক্ষার্থী মোছা. ফারজানা আক্তার নিহার কাছে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে বলেন, আলহামদুলিল্লাহ! সবকিছু কমন পড়েছে। বাকিটা ফলাফল দেওয়ার পর বুঝতে পারবো। আর পরীক্ষার পরিবেশ বলতে গেলে সুষ্ঠুই ছিল।
উল্লেখ্য, আগামীকাল ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান অনুষদের পরীক্ষার মাধ্যমে ঢাবির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিভাগীয় শহরভিত্তিক ভর্তি পরীক্ষা শেষ হবে।
আকবর আলী রাতুল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়