ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা । সেখানে বিশেষ বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের পরিবার।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শহীদি মার্চের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা প্রধান ফটকে একত্রিত হয়ে ‘আজকের এই দিনে সাঈদ, তোমায় মনে পড়ে’, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘আমাদের সংগ্রাম চলছে চলবে’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘, ‘মুগ্ধর রক্ত বৃথা যেতে দিবো না’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।
এরপরই আবু সাঈদের পরিবার উপস্থিত হয় সেখানে। শহীদ পরিবারের পক্ষ হতে আবু সাঈদের মা বিশেষ বক্তব্য প্রদান করেন সেখানে। এরপরই প্রধান ফটক-মডার্ন হয়ে পদযাত্রা ও মিছিল করে শিক্ষার্থীরা। পরবর্তীতে শহীদ মিনারে ফুল অর্পন ও দোআ মাহফিল এর মাধ্যএম শেষ হয় ‘শহীদি মার্চ’ কর্মসূচী।