বেরোবি প্রতিনিধি:
উত্তরের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ রাজশাহী জেলা থেকে আগত সকল নবীন শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ করেন রাজশাহী জেলা সমিতি।
২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী জেলা থেকে নতুন ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনার মধ্যে দিয়ে গতকাল (৮ ডিসেম্বর, ২০২৩) সকাল ১১ টায় ক্যফেটেরিয়ার ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে রাজশাহী জেলা সমিতির নবীন বরণ অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী জেলা সমিতির শিক্ষক, সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত অনেকে বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীরাও অনুভূতি ব্যক্ত করেন।
রাজশাহী জেলা সমিতির সভাপতি নাবিল বলেন, রাজশাহী’র পরিচয় নিয়ে এগিয়ে যাচ্ছে রাজশাহী জেলা সমিতি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর আগামীর এক অনন্য ভাত্তৃত্ববোধের উদাহরণ হয়ে উঠবে রাজশাহী জেলা সমিতি, বেরোবি। সম্পর্ক গুলো হয়ে উঠুক ভাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী মুনিরুল বলেন, রাজশাহী থেকে রংপুরে নতুন পরিবেশে এসে রাজশাহীর একঝাঁক সিনিয়র ভাই, বন্ধু পেয়েছি, যাদের কাছে আমি পরিবার এর মতো থাকতে পারি। আমরা সকলে মিলে এক ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি করেছি।
অনুষ্ঠানটি সাবেক-বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
আকবর আলী রাতুল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়