রুশাইদ আহমেদ: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ অর্থাৎ ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্য মিলেনিয়াম স্টারস স্কুল এবং রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উপকেন্দ্রে সকাল ১১টা থেকে বেলা ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৭ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষার দিন নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০টা এবং দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন ভর্তীচ্ছু পরীক্ষার্থীরা। এ সময়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং সামনে অভিভাবকদের জন্য প্রশাসন ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের স্থাপিত বুথে ভিড় করেন অভিভাবকেরা। পরে বেলা ১২টা ও ৪টার পর পরীক্ষা শেষে কেন্দ্র ত্যাগ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময়, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
পরে সকাল ১১টা থেকে পরীক্ষা (গ্রুপ-১) শুরু হলে একাডেমিক ভবনগুলোতে সার্বিক পরিবেশ পরিদর্শন শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
ড. মো. শওকাত আলী বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রংপুরের মিলেনিয়াম স্কুল এবং ক্যান্ট. পাবলিক কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সুষ্ঠু পরিবেশেই পরীক্ষা আয়োজিত হচ্ছে।”
পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে উপাচার্য উল্লেখ করেন, “৮০৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশের ওপরে। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩২৬৩ জন, ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ৪০০ জন এবং মিলেনিয়াম স্কুলে ৫৯৪ জন অর্থাৎ মোট ৭ হাজার ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। সকলেই যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং আমাদের শিক্ষকরাও যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।”
এ সময়, এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্প্রতি বেরোবিতে চালু হওয়া ক্যাম্পাস রেডিওয়ের কার্যক্রম নিয়ে ড. মো. শওকাত আলী বলেন, “বেরোবির ক্যাম্পাস রেডিওকে পুনরায় সচল করতে আমরা কয়েক সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি। দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত হলেও এটি এখনও আলোর মুখ দেখেনি। তাই আমরা এই ক্যাম্পাস রেডিওয়ের মাধ্যমে বিশ্বের কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে কাজ করছি। কমিটির সদস্যবৃন্দ সেই কাজকে এগিয়ে নিতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আশা করছি ‘হাঁটি হাঁটি পা পা’ করে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের পরিশ্রমের বিনিময়ে এটি অনেক দূর এগিয়ে যাবে।”