বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) রোভার স্কাউট গ্রুপের কার্যনির্বাহী (মেট কাউন্সিল) কমিটি ২০২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নিরঞ্জন রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সবুজ উদ্দিন মোল্লা।
রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।মোট একুশ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ক্রু-ইন কাউন্সিলে সিনিয়র রোভারমেট হয়েছেন নিরঞ্জন রায় এবং গার্ল ইন সিনিয়র রোভারমেট হয়েছেন দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের বর্ষা রায়।
কমিটির নব নির্বাচিত সভাপতি নিরঞ্জন রায় বলেন, ব্যক্তিজীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সকল শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।
সাধারন সম্পাদক সবুজ উদ্দিন মোল্লা বলেন, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, শারীরিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সম্ভাবনা অর্জনে তরুণদের স্কাউট প্রশিক্ষণের বিকল্প নেই।
আকবর আলী রাতুল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়