বেরোবি প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর নীল দল।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপমহাদেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও ‘নৌকা’ প্রতীকের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে সকল সংসদ সদস্যকে নীল দল ( বেরোবি) এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই জয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বিশ্বরাজনীতিতে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিজয়ের মাধ্যমে দেশে বিরাজমান গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ আরও বিকাশ লাভ করবে এবং উন্নয়নের অব্যাহত ধারা বেগবান হবে। তাঁর দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আরও সাফল্য ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে, আসবে জনগণের অর্থনৈতিক মুক্তি। একটি স্বয়ংসম্পূর্ণ ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে হবে সমস্বরে উচ্চারিত।
মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকবৃন্দের সংগঠন ”নীল দল” মনে-প্রাণে বিশ্বাস করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নবগঠিত সরকার গুণগত শিক্ষা নিশ্চিত করবে ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এদেশের মানুষের নব অভীষ্ট ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট সোনার বাংলা অচিরেই বিনির্মাণ হবে। নীল দল প্রধানমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রাখে এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সারথী হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সর্বদা বদ্ধপরিকর।
সেই সাথে একটি সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শভিত্তিক দলকে বিজয়ী করায় সর্বস্তরের জনগণকেও অভিবাদন জানান, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের চেতনা আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল।
আকবর আলী রাতুল,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।