রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টর, তিনটি হলের প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং বহিরাঙ্গন দপ্তরের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই দায়িত্ব প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পদত্যাগের পরই একে একে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনটি হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বহিরাঙ্গন দপ্তরের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন পরিচাকলরা।
উপাচার্য নিয়োগের পরদিনই প্রক্টর হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা: সিফাত রুমানা, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান দায়িত্ব পেয়েছেন।
দীর্ঘদিন উপাচার্য এবং প্রশাসন শূন্য অনিরাপদ বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে বলে কয়েক শিক্ষার্থী বলেন, জুলাই বিপ্লবের অন্যতম কেন্দ্র রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমরা একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা রাখি নতুন প্রশাসনের কাছে একটি নিরাপদ, সুশৃঙ্খল ক্যম্পাস প্রত্যাশা করি।
আরএ/আরএস