বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের আলোচনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে আনুষ্ঠানিক ভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের পর শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
উপাচার্য দপ্তরের সভাকক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে প্রতিনিধি দলের সদস্য ব্যতীত অন্যান্য সকলকে কক্ষ ত্যাগ করতে অনুরোধ করে শিক্ষার্থীদের একটি পক্ষ। এমনকি বের করে দেওয়া হয় সাংবাদিকদেরও। এরই প্রেক্ষিতে অন্য একটি পক্ষ প্রতিনিধি দলের সঙ্গে বাকবিতন্ডায় জড়িত হয়। কথা-কাটাকাটি ও বাকবিতন্ডার এক পর্যায়ে উপাচার্য নিজ উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।