কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের নাম নির্বিচারে গাছের ডালপালা কাটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। গত রবিবার (৮ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের মোতাছিম বিল্লাহ রিফাত, লোকপ্রশাসন বিভাগের রুবেল চন্দ্র দাস, আইন বিভাগের শিক্ষার্থী মীর মো: ইকবাল হোসেন
রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক বৈচিত্র্যময় ও সৌন্দর্যে ঘেরা একটি বিশ্ববিদ্যালয়। ২০১৯ সাল নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখের রাস্তাটির সৌন্দর্য বৃদ্ধি ও তীব্র রোদ থেকে বাঁচার জন্য কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালু গাছগুলো রোপণ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো কিছুদিন পরপর বৈদ্যুতিক তারের দোহাই দিয়ে নির্বিচারে গাছগুলোর ডালপালা কাটা হয়। যার ফলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ছায়া থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যক্তি বঞ্চিত হচ্ছে এবং প্রকৃতি ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর আবারো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের অজুহাত দেখিয়ে গাছের ডালপালা বেপরোয়াভাবে কাটা হয়।’
স্মারকলিপিতে শিক্ষার্থীরা কিছুদিন পরপর গাছের ডালপালা না কেটে চুড়ান্ত সমাধান হিসেবে দুইটি দাবী পেশ করেন। দাবীগুলো হলো― আগামী ৯০ দিনের মধ্যেই বৈদ্যুতিক খুৃঁটিগুলো উপযুক্ত জায়গায় স্থানান্তর করতে হবে, বৈদ্যুতিক তারের দোহাই দিয়ে নির্বিচারে গাছের ডালপালা কাটা বন্ধ করতে হবে।
এই প্রতিবেদন পর্যন্ত শিক্ষার্থীদের অনুরোধে গাছের ডালপালা কাটা বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোতাছিম বিল্লাহ রিফাত, রুবেল চন্দ্র দাস এবং মীর মোঃ ইকবাল হোসেন।