বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার বিল না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে পাশাপাশি প্রয়োজনে হলে এসব বিল সরকার বহন করবে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়,সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতা আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার ব্যায়ভার সরকার বহন করবে।
পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেসব আহত ছাত্র-জনতা চিকিৎসা গ্রহণ করছে তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্যই এমন উদ্দ্যেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুভ/এমএ//