বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলায় নিহত ও আহতদের মধ্যে ০৩টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ আগষ্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব প্রদান করেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত মৃত আসিফ হাসান, সাতক্ষীরায় আন্দোলনকালীন আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের আমজাদ আলী সরদারের ছেলে আহত মোঃ আমান উল্লাহ, ও সাতক্ষীরা সদরের পাঁচরখী গ্রামের আব্দুল খালেক সরদার জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।।
এসময় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস কনফারেন্সে বলেন, প্রথমে স্মরণ করেন এই যুদ্ধে নিহত হওয়া আসিফসহ আরো যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তের প্রহরীরা সব সময় সতর্ক থাকে দেশের জন্য। দেশের মানুষের জন্য। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে যে ছাত্ররা আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমি তাদের কৃতজ্ঞতা জানায়। যারা এই যুদ্ধে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত, চোখ হারিয়েছেন, হাত, পা হারিয়েছেন আমি তাদের কৃতজ্ঞতা জানানোর জন্য তাদের পাশে থাকার জন্য আজকে এখানে এসেছি। আমরা এই দেশকে রক্ষা করে চলেছি রাত দিন পরিশ্রম করে। আজকে এই অভুথ্যনের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি আগামীতে যেন আমরা দেশকে আরো শক্তি শালী করে তুলতে পারি সেদিকে আমরা সব সময় খেয়াল রাখবো।
আহত ও নিহতদের সহয়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার আমীর সাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড ইফতেকার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমূখ।
এ সময় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অধিনায়ক, সাতক্ষীলা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কে ধন্যবাদ জানান এবং একই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এমএ//