কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি ) শিক্ষক সমিতি সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) কুবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহমুদুল হাছান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এরূপ বৈষম্যমূলক প্রজ্ঞাপন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে এবং এ বিষয়ে শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। হঠাৎ করেই এরূপ প্রজ্ঞাপন জারির ফলে সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও চরম হতাশা ও অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে।
কুবি শিক্ষক সমিতি মনে করে, চতুর্থ শিল্প বিপ্লবের এই মাহিন্দ্রক্ষণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যেখানে শিক্ষকরাই মূল কারিগর হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেখানে তাঁদেরকে এহেন বৈষম্য ও মানসিক পীড়ায় রেখে সরকারের এই মহৎ উদ্দেশ্য সাধন সম্ভবপর নয় বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতিকে মেধাশূন্য করার দূরভিসন্ধি এবং সরকার ও শিক্ষকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র কিনা এ বিষয়ে সন্দেহ থেকে যায়। কুবি শিক্ষক সমিতি সকল শিক্ষকদের আত্মমর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।
শিক্ষক সমাজে সৃষ্ট উদ্বেগ, উৎকণ্ঠা, আর্থিক নিরাপত্তাহীনতা লাঘব করার জন্য অনতিবিলম্বে জারিকৃত বৈষম্যমূলক ও অগ্রহণযোগ্য প্রজ্ঞাপন প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায় কুবি শিক্ষক সমিতি।