বৈষম্য বিরোধী ছাত্র ও আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিভিন্ন গালিগালাজ ‘জারজ সন্তান’ বলে আখ্যায়িত করেন সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের এক আ’লীগ নেতা।
মঙ্গলবার (২৭ আগস্ট) বালিথা জামে মসজিদের মোয়াজ্জিন আবু সাঈদসহ সেখানে থাকা অসংখ্য মুসল্লি মুজিদের বক্তব্যের সত্যতা স্বীকার করেন।
আব্দুল মুজিদ বালিথা গ্রামের দবির উদ্দিনের পুত্র এবং বালিথা ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি।
বালিথা জামে মসজিদের মোয়াজ্জিন আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র ও গণআন্দোলনের মুখে স্বৈরাচার শাসকের পতনের মাধ্যমে নতুনভাবে স্বাধীন হয় প্রিয় বাংলাদেশ। বিনিময়ে গুনতে হয় হাজারো ছাত্র জনতার তাজা প্রাণ। দেশের এই আলিঙ্গনে এসে যে সমস্ত বীর ছাত্র ও সাধারণ জনতা শহীদ হয়েছেন অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা মোতাবেক আহতদের সুস্থতা ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান সকল মসজিদে মসজিদে। তাই আমরা ও ফিংড়ী ইউনিয়নের বালিথা জামে মসজিদে জুম্মার নামাজের পরে আহতদের সুস্থতা ও শহীদদের রুহের মাগফিরাতে দোয়া করি। এসময় বালিথা ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি আব্দুল মুজিদ এই দোয়ায় অংশগ্রহণ করে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন গালিগালাজ করতে থাকে এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘জারজ সন্তান’ বলে আখ্যায়িত করেন। তবে এ কথা বলার পর তাকে আর এলাকায় দেখা যায়না।
রয়/এমএ//