গত ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। ফাইনালে প্রথম ব্যাট করে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ৮৭ রান তুলতেই অল আউট হয়ে যায় আমিরাতের যুবারা।
টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বাদ পায় মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীরা। টাইগার যুবাদের অনবদ্য নৈপুণ্যে দারুণ ভাবে খুশি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার সদ্য এশিয়া কাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এক লাখ টাকা করে পাচ্ছেন আর কোচিং স্টাফের সদস্যরা পাচ্ছেন ৫০ হাজার টাকা করে।