বর্তমান বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবথেকে জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতীয় এই টি-টোয়েন্ট টুর্নামেন্ট সারাবিশ্বেই ক্রিকেটকে করেছে আরও আকর্ষণীয়। এবার আইপিএলে ব্যাটারদের পাশাপাশি বোলারদের বাড়তি সুবিধা দিতে প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিসিআই। আইসিসির বেধে দেওয়া নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে ওভারপ্রতি মাত্র একটি বাউন্সার দিতে পারেন বোলাররা। খেলার ধরণ এবং সময় বিবেচনায় এই নিয়ম করা হলেও তা ব্যাটারদের বাড়তি সুবিধা দেয়।
তবে এখন থেকে ব্যাটে-বলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে আইপিএলের ২০২৪ আসর থেকে ওভারে দুটি বাউন্সার বৈধ করা হচ্ছে। অর্থ্যাৎ এবারের আইপিএলে এক ওভারে সর্বোচ্চ দুটি পর্যন্ত বাউন্সার দিতে পারবে বোলাররা। আইপিলের আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম পরিক্ষামূলকভাবে কার্যকর করা হয়েছিল।
বাউন্সারের নিয়মে পরিবর্তন আসলেও গতবার যুক্ত হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম থাকছে এবারও। এ নিয়মে ম্যাচের যে কোনো সময় একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড়কে নামানো যায়। এ নিয়ম অনুযায়ী, টসের সময় ইমপ্যাক্ট বদলি হিসেবে চারজনের নাম দিতে হয়, যার মধ্য থেকে একজন প্রতি ম্যাচে নামতে পারেন। অবশ্য একাদশে যদি চারজন বিদেশি খেলোয়াড় থেকে থাকে, তাহলে ইমপ্যাক্ট বদলি হিসেবে একজন ভারতীয়কে নিতে হবে।