সম্প্রতি মুক্তি পায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের অভিনীত ভারতীয় সিনেমা ‘হুব্বা’। নির্মাতা ব্রাত্য বসু সিনেমাটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের গ্যাংস্টার হুব্বা শ্যামলের গল্প নিয়ে ।
দর্শকদের মনে যতটা উদ্বেগ কাজ করেছিলো সিনেমাটি নিয়ে, ততটাই মনঃক্ষুণ্ণ হয়েছেন সিনেমাটি দেখে। গল্পের ক্লাইমেক্স জমেনি বলে মত দিয়েছেন দর্শকরা।
রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘মোশাররফ করিম কমেডি ছেড়ে মারামারি-কাটাকাটি করেছেন ‘হুব্বা’ সিনেমায়।
দর্শকদের রেসপন্স মোটেও ভালো ছিল না, পুরো সপ্তাহে ৫০ হাজার টাকাও সেল হয়নি। এর পরে আর সিনেমা চালাইনি, এখন বন্ধ আছে।’