সাতক্ষীরায় ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া হোসেন আলী নামে(১৫) এক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বুধারাত (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কপোতাক্ষ নদীতে ভাসমান অবস্তায় লাশ উদ্ধার করে তারা।
মৃত হোসেন আলী সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা এলাকার আলতাফ হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে কুমিরার কপোতাক্ষ নদীর ব্রিজ থেকে ৩ শিশু পানিতে ঝাঁপ দেয়। ওই সময় দুটি শিশু পানিতে থেকে পাড়ে উঠে আসলে হোসেন আলীর কোনো খোঁজ মেলে না। এরপর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে কল দিয়ে জানালে তারা এসে ডুবুরি দিয়ে নদীতে তল্লাশি কার্যক্রম শুরু করে। খোঁজা খুঁজির পর রাত দশটার দিকে নদীতে থেকে ভাসমান অবস্তায় লাশ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফায়ারসার্ভিসের কর্মীরা নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করেছে।লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।