গত পাঁচ বছরে জেলার অন্তত ৩১টি ঠিকাদারি কাজ নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানে বাগিয়ে নিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান।
প্রভাব খাটিয়ে নিজ সংসদীয় এলাকায় একের পর এক প্রকল্পের কাজ বাগিয়ে নেন তিনি। মেসার্স জামান এন্টারপ্রাইজ’ নামে তাঁর একটি ঠিকাদারি লাইসেন্স রয়েছে। নিজের ঠিকাদারি লাইসেন্স দিয়ে ও অন্যের লাইসেন্স ভাড়া নিয়ে সংসদীয় এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩১টি কাজ করেছেন সংসদ সদস্য।
নিম্নমানের কাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের করা বেড়িবাঁধের কাজে নয়ছয়ের অভিযোগ বেশ পুরোনো। আর অন্য কোনো ঠিকাদার ওই এলাকায় কাজ করতে গেলে কাজ শুরুর আগেই মূল কাজের ১০ শতাংশ টাকা দিতে হয় আক্তারুজ্জামানকে।
২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে ক্ষুব্ধ মানুষজন তাঁকে দেখে কাদা ছুড়ে ধাওয়া করেছিলেন। গত ২৩ আগস্ট শোক দিবসের এক সভায় তাঁকে অপদস্থ করে বসেন নিজ দলেরই এক নেতা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি তিনি।