নব্বইয়ের একজন জনপ্রিয় তারকা ববি দেওল। সম্প্রতি একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ পায় তার নতুন সিনেমার ভিলেন লুকের ছবি।
প্রতিবেদনে বলা হয়, ‘অ্যানিম্যাল’ সিনেমায় ভিলেনের চরিত্রে মাত্র ১৫ মিনিট স্ক্রিনে থেকেই দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এবার বলিউডের পরিবর্তে দক্ষিণের সিনেমা ‘কাঙ্গুয়া’-তে দেখা যাবে ববিকে।
ববি তার জন্মদিনে ‘কাঙ্গুয়া’র একটি পোস্টার প্রকাশ করেছেন। ছবিতে লম্বা চুলে শিং পরিহিত অবস্থায় দেখা যায় তাকে। তার একটি চোখ ছিল ভয়ানক এবং বুকে একটি পাঁজর লাগানো ঢাল পরতে দেখা গেছে। তাকে ঘিরে রেখেছে নারী যোদ্ধাদের একটি দল।