ভারতবিরোধী একটি পোস্টে ‘লাভ রিয়েক্ট’ দেওয়ার অভিযোগে বাংলাদেশি এক ছাত্রীকে আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে যে, ২০২১ সালে এনআইটিতে ভর্তি হওয়া ওই বাংলাদেশি ছাত্রী সম্প্রতি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতবিরোধী পোস্টে ‘লাভ রিয়েক্ট’ দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েন। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আসাম বিশ্ববিদ্যালয় শিলচরের সাবেক এক শিক্ষার্থী ওই বাংলাদেশি শিক্ষার্থীর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরপর, ওই ছাত্রীকে সোমবার সকালে আন্তর্জাতিক সীমান্ত করিমগঞ্জে নিয়ে যাওয়া হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে দুপুর ১১টার দিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিলচরের কর্তৃপক্ষ জানিয়েছে যে, ওই ছাত্রী দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং রোববার ছুটি নিয়েছিলেন।
উল্লেখ্য, আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে বর্তমানে বাংলাদেশের প্রায় ৭০ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছেন।
এমএ//