চলছে আবুধাবি টি-টেন লিগ। এর মধ্যে এবার ভারতীয় পেসারের বিরুদ্ধে আনা হলো ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। বিতর্কের কেন্দ্রে ভারতীয় ক্রিকেটার অভিমন্যু মিঠুনের‘অস্বাভাবিক’ এক নো-বল। ঘটনাটি শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে চেন্নাই ব্রেভস ও নর্দান ওয়ারিয়র্সের মধ্যকার এক ম্যাচে্র।
মাঠে তখন চলছিলো দ্বিতীয় ইনিংসের খেলা। ওয়ারিয়র্সের করা ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নামা ব্রেভসের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ‘অস্বাভাবিক’ এক নো-বল করেন অভিমন্যু। নো-বলটি এতটাই বড় ছিল যে, সতীর্থ খেলোয়াড়, ধারাভাষ্যকারসহ উপস্থিত দর্শকেরাও অবাক হয়ে যান। মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে অভিমন্যুর করা নো বলের ছবি। সামাজিক মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। অভিযোগ ওঠে ম্যাচ ফিক্সিংয়ের। তবে অভিমন্যুর নো বলটি ইচ্ছেকৃত ছিল কি না, তা এখনও জানা যায়নি।