গণ-অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন দিসানায়েক। মুখ থুবড়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলা করা এখন তার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির ১০ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুরা কুমারা দিসানায়েক। ক্ষমতা গ্রহণের পরপরই শ্রীলঙ্কার অর্থনীতির পাশাপাশি রাজনীতি সংস্কারের প্রতিশ্রুতি দেন মার্ক্সবাদী এই নেতা।
ভারতের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বামপন্থি নেতা দিশানায়েক। বিশ্লেষকদের মতে তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুখ থুবড়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলা।
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহনের সময় এক বিবৃতিতে দিসানায়েক বলেন,“ লাখো মানুষের আশা ও প্রত্যাশা তাকে এতদূর নিয়ে এসেছে। তাই সবাই মিলে একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত আমি।”
১৯৬৮ সালে জন্ম নেয়া দিসানায়েক ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ২০১৪ সালে অনুষ্ঠিত ১৭তম জাতীয় কনভেনশনে জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) নেতা হিসেবে নির্বাচিত হন কুমারা।
বিএন