ম্যাচের পুরো সময় জুড়ে ভারতকে প্রতিরোধ করে লড়াই করেছে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল ০-০। তবে অতিরিক্ত সময়ে হোঁচট খায় বাংলাদেশ, যখন একটি কর্নার থেকে গোল করেন ভারতের সুমিত শর্মা। এর ফলে ১-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলার যুবারা।
গতকাল ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে মোকাবেলা করে বাংলাদেশ। পুরো ম্যাচে দুর্দান্ত খেললেও লাল-সবুজ প্রতিনিধিরা একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পেতে পারেনি। অন্যদিকে, ভারত বেশিরভাগ সময়ই নিষ্ক্রিয় ছিল।
ফুটবল গোলের খেলা, আর সেখানেই জয়-পরাজয় নির্ধারিত হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল করে ভারত ১-০ ব্যবধানে জয় লাভ করে। কিছুদিন আগে ভুটানের বিরুদ্ধে সিনিয়র জাতীয় দল জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ।